Latest News
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ।। ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / কায়েদ ছাহেব হুজুরের মৃত্যু বার্ষিকী পালিত

কায়েদ ছাহেব হুজুরের মৃত্যু বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার :
ধর্মীয় ভাবগাম্ভীর্য, গভীর শ্রদ্ধা ও ভালবাসায় উপমহাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশ্বমানবতার উজ্জল নক্ষত্র, আদর্শ দেশপ্রেমিক, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রতীক, দার্শনিক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আযীযুর রহমান কায়েদ ছাহেব হুজুরের দশম ইন্তেকাল বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার রাতে নেছারাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে হুজুরের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন কায়েদ ছাহেব হুজুরের একমাত্র সন্তান আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহাম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর। তিনি কায়েদ ছাহেব হুজুরের জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। এতে দেশের বিভিন্ন স্থানের ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন।