স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার তারাবুনিয়া গ্রামের একটি ডোবা থেকে সোমবার সকালে জেহাদ হোসেন (৩২) নামে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জেহাদ ওই এলাকার মৃত ছোবাহান খলিফার ছেলে। পুলিশ ও জেহাদের মা ছবি বেগম জানান, রবিবার বিকেলে বাড়ির পাশের জেহাদ তাঁর সবজি ক্ষেতে সার দিতে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। রাতে স্বজনদের বাড়ি ও আশেপাশে তাকে খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। আজ সোমবার সকালে স্থানীয়রা সবজি ক্ষেতের কাছে একটি ডোবায় জেহাদের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে বলেও জানান তিনি।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …