স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির কাঁঠালিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধা আবু হানিফ হাওলাদার (৬৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজাপুর-কাঁঠালিয়া সড়কের তালগাছিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু হানিফ তালগাছিয়া গ্রামের মৃত আলী হাওলাদারের ছেলে। তিনি ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী সহকারী হিসেবে কাজ করতেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সন্ধ্যায় বাড়ির সামনে হাটতে বের হন মুক্তিযোদ্ধা আবু হানিফ। এসময় বেপরোয়া গতিতে রাজাপুরগামী একটি মোটরসাইল তাকে ধাক্কা দেয়। এতে আবু হানিফ ও মোটরসাইকেলচালক তরিকুল ইসলাম আহত হয়। মুক্তিযোদ্ধা আবু হানিফকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেলচালককে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাজাপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, লাশ উদ্ধার করে রাজাপুর থানায় রাখা হয়েছে। শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এদিকে নিহতের ছেলে সুমন হাওলাদারসহ পরিবারের সদস্যরা খবর পেয়ে রাজাপুর থানায় এসে কান্নায় ভেঙে পড়েন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীজ রোপণ করেছিল বিএনপি : যুবদল সভাপতি
স্টাফ রিপোর্টার : যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের …