স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির কাঁঠালিয়ায় একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করার সময় পল্লী বিদ্যুতের তাড়ে জড়িয়ে আবুল কালাম মাঝি (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মুন্সিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মুন্সিরাবাদ বাজার সংলগ্ন এলাকায় মামুন হাওলাদারের একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করার সময় পল্লী বিদ্যুতের তাড়ে জড়িয়ে গুরুতর আহত হয় নির্মাণ শ্রমিক আবুল কালাম মাঝি। স্থানীয়রা তাকে ঝুঁলন্ত তাড় থেকে নামিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য শামীম আজাদ বলেন, বরিশাল থেকে তাঁর মৃতদেহ গ্রামের বাড়ি উত্তর তালগাছিয়ায় নিয়ে দাফন করা হবে। নিহত কালাম উত্তর তালগাছিয়া গ্রামের মোহাম্মদ আলী মাঝির ছেলে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
জরায়ু ক্যান্সার প্রতিরোধে নলছিটিতে ৯০০০ জনকে এইচপিভি টিকা দেয়া হবে
স্টাফ রিপোর্টার : স্কুলগামী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের জরায়ু মুখ ক্যন্সার প্রতিরোধে ঝালকাঠি জেলায় ৯ …