Latest News
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ।। ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / কাঁঠালিয়ায় পানিতে ডুবে প্রতিবন্ধী ছাত্রের মৃত্যু

কাঁঠালিয়ায় পানিতে ডুবে প্রতিবন্ধী ছাত্রের মৃত্যু

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির কাঁঠালিয়ায় পানিতে ডুবে আবু রায়হান (১৪) নামে বুদ্ধি প্রতিবন্ধী এক ছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার পশ্চিম ছিটকী আকনেরহাট গ্রামে একটি খাল থেকে আজ রবিবার দুপুরে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। সকাল ১১টার দিকে সে খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। আবু রায়হান পশ্চিম ছিটকী গ্রামের মো. বাদল হাওলাদারের ছেলে। সে কাঁঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়তো।
স্থানীয়রা জানায়, বুদ্ধি প্রতিবন্ধী আবু রায়হান বাড়ির পাশের একটি খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখোজির পরে দুপুরে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে। তাকে ছিটকী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. শহীদুল আলম জানান, আবু রায়হান তাদের বিদ্যালয়ের একজন ছাত্র ছিল। তাঁর মৃত্যুতে বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।