স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির কাঁঠালিয়ায় তিনটি ডায়াগণস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।
জানা যায়, কাঁঠালিয়া উপজেলা সদরের তিনটি ডায়াগণস্টিক সেন্টারে অভিযানকালে নানা অসঙ্গতি পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তিনটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। কাঁঠালিয়া থানার পুলিশ এ অভিযানে সহযোগিতা করে। এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকারের সহকারী পরিচালক।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। …