Latest News
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ।। ৬ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / কাঁঠালিয়ায় চাঁদাবাজির মামলায় কথিত সাংবাদিক জেল হাজতে

কাঁঠালিয়ায় চাঁদাবাজির মামলায় কথিত সাংবাদিক জেল হাজতে

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির কাঁঠালিয়ায় কথিত সাংবাদিক রাজিব (৩০) তালুকদারকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। মঙ্গলবার ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতে আত্মসর্মপণ করে জামিন চাইলে বিচারক আশরাফুল ইসলাম জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। রাজিব উপজেলার বানাই গ্রামের মুজিব তালুকদারের ছেলে। বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দক্ষিনাঞ্চল পত্রিকার প্রতিনিধি পরিচয় দিয়ে চাঁদাবাজী করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মহিলা ইউপি সদস্য আনইলবুনিয়া গ্রামের বাসিন্দা সাবিনা ইয়াসমিন বাদী হয়ে রাজিব তালুকদারসহ তিন জনের বিরুদ্ধে ১০ জুলাই কাঁঠালিয়া থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, বাল্যবিবাহের বিষয় নিয়ে ইউপি সদস্যকে ভয়ভীতি দেখায় রাজিব তালুকদার। পরে ফেসবুকে পোস্ট দিয়ে ইউপি সদস্যের সম্মান নষ্টকরার হুমকি দিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। গত ৩০ জুন ও ৫ জুলাই দুই দফায় চাঁদাদাবি করা হয়। এই ঘটনার সঙ্গে রাজিবের আরো দুইজন সহযোগীতা করেন। তারা হচ্ছেন আনইলবুনিয়া গ্রামের রাব্বানি হাওলাদার ও রাজিব খান।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …