Latest News
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ।। ২৮শে ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / কাঁঠালিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কাঁঠালিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির কাঁঠালিয়ায় ৬৮০ পিস ইয়াবাসহ জাকিরুল ইসলাম মারুফ মুন্সি (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার উপজেলার বাঁশবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের আব্দুল মালেকের চায়ের দোকানের সামনে জাকিরুল ইসলাম মারুফ মুন্সি মাদক বিক্রির জন্য আসে। পুলিশের সন্দেহ হলে তাকে গ্রেপ্তার করে। তাকে তল্লাশী করে ৬৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মারুফের সহযোগী সোহেল মুন্সি পালিয়ে যায়। গ্রেপ্তার হওয়া মারুফ মুন্সি আমুয়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, গ্রেপ্তার হওয়া মারুফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

স্টাফ রিপোর্টার :  ঝালকাঠির নলছিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। …