স্টাফ রিপোর্টার :
ঘূর্ণিঝড় আম্ফানে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিষখালী নদীর অরক্ষিত বেড়িবাঁধের ভাঙা অংশ সেচ্ছায় সংস্কার শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে দুর্যোগপূর্ণ আবহওয়ার মধ্যেই তিন শতাধিক মানুষ সংস্কার কাজ শুরু করেন। লঞ্চঘাটের নিরাপত্তা, ফসল, বসতঘর ও মাছের ঘের রক্ষা করতে স্থানীয়রা এ উদ্যোগ গ্রহণ করেছেন। ইতোপূর্বে জনপ্রতিনিধি, প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড প্রতিশ্রæতি দিলেও বিষখালী নদীতে স্থায়ী বাঁধ নির্মাণে কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে বিক্ষুব্দ হন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পানিবন্দী নদী তীরের মানুষ। এর আগে নদী তীরে দাঁড়িয়ে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেন তাঁরা। এতে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ ক্ষতিগ্রস্ত মানুষ অংশ নেয়। উল্লেখ্য ঘূর্ণিঝড় আম্ফানে প্রায় ৫ কিলোমিটার এই বেড়িবাঁধ ভেঙে তলিয়ে ফসলের ক্ষেত, মাছের ঘের ও বসতঘর।
রাজাপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বদু সিকদার বলেন, এলাকার মানুষের একটাই সমস্য বেড়িবাঁধ। এই সমস্যার সমাধান কেউ করতে পারেনি। তাই গ্রামের মানুষ যার কাছে যা কিছু আছে, তাই নিয়ে বাঁধ নির্মাণের জন্য এসেছে। গুরুত্বপূর্ণ কিছু অংশ তারা সংস্কার করেছে। আমরা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে অনুরোধ করবো, দ্রæততম সময়ের মধ্যে প্রকল্প করে বঁধ নির্মাণ করে দেন। নইলে ক্ষতিগ্রস্তরা আন্দোলনে যাবে। আমরা আজকে মানববন্ধন করেছি। আগামীতে প্রয়োজনে বড় ধরণের কর্মসূচি দেওয়া হবে।
Home / জাতীয় / কাঁঠালিয়ায় আম্ফানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন, সেচ্ছায় সংস্কার শুরু
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …