স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি উপজেলার খুলনা গ্রামের রুবেল হাওলাদার (২২) নামে এক যুবক করোনা উপসর্গ নিয়ে বরিশালের শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে মারা গেছে। রবিবার রাতে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সোমবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের একটি দল তাঁর লাশ গ্রামের বাড়িতে নিয়ে জানাজা শেষে দাফন করে। তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রুবেল হাওলাদার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। করোনা উপসর্গ নিয়ে তিনি গত শনিবার বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়। রবিবার রাতে তাঁর মৃত্যু হয়। রুবেল হাওলাদার উপজেলার খুলনা গ্রামের আবদুর রব হাওলাদারের ছেলে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
জরায়ু ক্যান্সার প্রতিরোধে নলছিটিতে ৯০০০ জনকে এইচপিভি টিকা দেয়া হবে
স্টাফ রিপোর্টার : স্কুলগামী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের জরায়ু মুখ ক্যন্সার প্রতিরোধে ঝালকাঠি জেলায় ৯ …