স্টাফ রিপোর্টার :ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নে করোনা আক্রান্ত বাড়িসহ আশপাশের লকডাউন হওয়া পরিবারগুলোকে দ্বিতীয় বারের মতো খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান আরিফুর রহমানের উদ্যোগে চাল, ডাল, তেলসহ একমাসের নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেওয়া হয় এসব পরিবারের সদস্যদের হাতে। খাদ্যসামগ্রী ছাড়াও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। এছাড়াও শিশুখাদ্য রয়েছে এসব সামগ্রীর মধ্যে। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, গাবখান-ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে এম জাকির হুসাইন, স্বাস্থ্য সহকারি মোহাম্মদ জোবায়ের হোসেনসহ আরো অনেকে। খাদ্যসামগ্রী পেয়ে পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Home / জাতীয় / করোনা আক্রান্তের বাড়িতে দ্বিতীয় দফায় খাদ্যসামগ্রী পাঠালেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান
জনতার কণ্ঠ 24 সংবাদ
ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীজ রোপণ করেছিল বিএনপি : যুবদল সভাপতি
স্টাফ রিপোর্টার : যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের …