Latest News
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ।। ১লা চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / কমিউনিটি পুলিশিং পুরস্কার পেলেন সাংবাদিক কাজী খলিলুর রহমান

কমিউনিটি পুলিশিং পুরস্কার পেলেন সাংবাদিক কাজী খলিলুর রহমান

স্টাফ রিপোর্টার :
কমিউনিটি পুলিশিং সেবায় বিশেষ অবদানের জন্য ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানকে শুভেচ্ছা স্মরক ক্রেস্ট উপহার দেওয়া হয়েছে। শনিবার সকালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন। জেলা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে তাকে এ পুরস্কার দেওয়া হয়। সাংবাদিক কাজী খলিলুর রহমান ছাড়াও ৯ জনকে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন আমির হোসেন আমু এমপি।
ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠির পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

স্টাফ রিপোর্টার :  ঝালকাঠির নলছিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। …