স্টাফ রিপোর্টার :
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই কর্তৃক অনুদান হিসেবে করোনার রোগীদের স্বাস্থ্যসেবার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালীর কাছে মেশিন হস্তান্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাহ উদ্দিন আহমেদ সালেক, পরিচালক মনিরুল ইসলাম তালুকদার, রেজাউল করিম জাকির, হাফিজ আল মাহমুদ, জয়ন্ত কুমার সাহা, মঞ্জুর মোর্শেদ, ফেরদৌস আহম্মেদ টিটু ও মো. ইসতিয়াক আহম্মেদ পারভেজ।
এর আগে এফবিসিসিআই’র পাঠানো মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাধ্যমে জেলার ব্যাবসায়ীদের মাঝে বিতরণ করা হয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
জরায়ু ক্যান্সার প্রতিরোধে নলছিটিতে ৯০০০ জনকে এইচপিভি টিকা দেয়া হবে
স্টাফ রিপোর্টার : স্কুলগামী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের জরায়ু মুখ ক্যন্সার প্রতিরোধে ঝালকাঠি জেলায় ৯ …