Latest News
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২৩শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / অর্থনীতি / উন্নয়নশীল দেশের তালিকায় নাম লেখালো বাংলাদেশ

উন্নয়নশীল দেশের তালিকায় নাম লেখালো বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট : স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় নাম লেখালো বাংলাদেশ। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ত্রিবার্ষিক বৈঠক শেষে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) এ সিদ্ধান্ত নেয়। একই দিন সন্ধ্যায় বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত অনুষ্ঠানে এ সংক্রান্ত চিঠি স্থায়ী প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বলেন, ‘বাংলাদেশ প্রথম বারের মতো যে এলডিসি (স্বল্পোন্নত) ক্যাটাগরি থেকে উত্তীর্ণ হওয়া যোগ্যতা অর্জন করল, তিনটি ক্রাইটেরিয়া ছিল আপনারা জানেন। তিনটা ক্রাইটেরিয়াতে প্রচুর মার্জিনের সাথে বাংলাদেশ ভালো করেছে। এটা এমনি এমনি হয়নি গত কয়েক বছরের যে কনসিসটেন্ট যে পারফরমেন্স তার ভিত্তিতে হয়েছে।’ মাসুদ বিন মোমেন আরো বলেন, বাংলাদেশের জন্য এটি একটি মাইলফলক। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশ সবগুলো ধাপ পার করেছে।জাতিসংঘের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অফিসের পরিচালক ড. সেলিম জাহান বলেন, ‘একটি তাৎপর্য হচ্ছে যে আমরা উন্নয়নের পথে আরেক ধাপ এগিয়ে গেলাম। আমরা স্বল্পোন্নত দেশ ছিলাম, আমরা এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। তার মানেই হচ্ছে যে প্রবৃদ্ধি অর্জন করেছি আমরা, আমাদের যে মাথাপিছু আয় বাড়ছে সেটাকে আমরা অনেক বেশিভাবে মানব উন্নয়নের খাতে আমরা প্রবাহিত করতে পেরেছি।’অনুষ্ঠানে জাতিসংঘের কর্মকর্তা, বেলজিয়াম ও তুরস্কের কনসাল জেনারেল, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলসহ কনস্যুলেট ও বাংলাদেশ স্থায়ী মিশনের কর্মকর্তারা অংশ নেন। (সূত্র এনটিভি অনলাইন)